পীরের ছেলের প্রাণ গেল সড়কে

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
২০ মার্চ ২০২৫, ২০:০১
শেয়ার :
পীরের ছেলের প্রাণ গেল সড়কে

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার শাহঁচান্দ আউলিয়া মাজার গেটের সামনে পিকআপ ভ্যানের চাপায় মওলানা মুফতি হাফেজ আমিন মোজাদ্দেদী (৮৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিন মোজাদ্দেদী পীর মরহুম মাওলানা মুছা মোজাদ্দেদীর (রঃ) বড় ছেলে।

মাজার সূত্রে জানা গেছে, মওলানা মুফতি হাফেজ আমিন মোজাদ্দেদী চন্দনাইশ উপজেলার পশ্চিম এলাহীবাদ সুন্নিয়া মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন। আহলে সুন্নত ওয়াল জামায়াত বাংলাদেশ পটিয়া পৌরসভার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন। পটিয়া থানা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করার জন্য অনুমতি দিয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে পটিয়া শাহঁচান্দ আউলিয়া মাজার এলাকায় জানাজা শেষে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়েছে।

পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুমন জানান, আমিন মোজাদ্দেদী রাস্তার পূর্ব পাশে একটি সেলুনের কাজ করে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পশ্চিম দিকের বাসস্টেশন থেকে আসা দ্রুতগামী পিকআপ ভ্যানের চাপায় তার মৃত্যু হয়। তবে গাড়িটি জব্দের চেষ্টা চলছে।