কণ্ঠশিল্পী হিসেবে নায়ক-নায়িকার আত্মপ্রকাশ

বিনোদন প্রতিবেদক
২০ মার্চ ২০২৫, ১২:৫৩
শেয়ার :
কণ্ঠশিল্পী হিসেবে নায়ক-নায়িকার আত্মপ্রকাশ

গত বছর প্রথমবারের মতো গানে কণ্ঠ দেন ছোটপর্দার নায়িকা তাসনিয়া ফারিণ। তার সঙ্গে গেয়িছিলেন গায়ক ও অভিনেতা তাহসান খান। আর তাদের নিয়ে ভিন্ন এই আয়োজন করেন জনপ্রিয় সাংস্কৃতিক ও উপস্থাপক ব্যক্তিত্ব হানিফ সংকেত। যা প্রচার হয় তার অন্যতম সফল ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে।

এবার হানিফ সংকেত সংগীতে অভিষেক করাতে চলেছেন একসঙ্গে একজোড়া নায়ক-নায়িকা। একজন বড়পর্দার সিয়াম আহমেদ অন্যজন ছোটপর্দার জান্নাতুল সুমাইয়া হিমি। দু’জনেই দারুণ জনপ্রিয় নিজ নিজ সেক্টরে। এবার পালা গানের চমক দেখানোর।

মজার তথ্য, এই দুই তারকা একসঙ্গে কখনও অভিনয় করেননি। অথচ তাদের প্রথম গানের অভিষেক হচ্ছে একসঙ্গে! ‘ইত্যাদি’ কর্তৃপক্ষ জানায়, পেশাদার সংগীতশিল্পী না হয়েও খুব চমৎকারভাবেই গানটি গেয়েছেন তারা।

গানের কথা লিখেছেন কবির বকুল। সুর-সংগীত করেছেন ইমরান মাহমুদুল। সিয়াম ও হিমির এই ব্যতিক্রমধর্মী গানটি চিত্রায়িত হয় চারদিকে লেক ঘেরা একটি দৃষ্টিনন্দন ব্যতিক্রমী স্থানে।

গান গাওয়া প্রসঙ্গে সিয়াম বলেন, ‘আমি জীবনে কোনোদিন গান গাইতাম না। হানিফ সংকেত ও কবির বকুল ভাই যদি আমাকে তাগাদা না দিতেন। আমি গানের মানুষ না। আমি ভালো গান গাই না। কিন্তু তারপরও তারা দুজন বলেছেন, এটা তোমার দর্শকদের জন্য ঈদ উপহার, তাই গানটা গেয়েছি।’

প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ‘ইত্যাদি’ বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।