নাফ সীমান্তে মাদক কারবারীদের গুলি /
বিজিবির ইয়াবা উদ্ধার
নাফ নদ সীমান্তে কেওড়া বাগান থেকে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এ সময় মাদক কারবারীরা এক রাউন্ড গুলি চালায়।
গতকাল বুধবার ভোর রাতে নাফ নদ সীমান্তে শাহ আলমের জোড়া এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়েছে বলে জানান বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।
অধিনায়ক বলেন, ‘বুধবার ভোর রাতে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে নাফ নদ সীমান্তে নোয়া পাড়া শাহ আলমের জোড়া এলাকায় বিজিবির একটি দল অভিযানে যায়। এ সময় নাফ নদের জলসীমার শূন্যরেখা অতিক্রম করে সাঁতরিয়ে সন্দেহজনক ২ ব্যক্তি মাদক কারবারীদের কাছে কেওড়া বাগানে আসেন। এক পর্যায়ে বিজিবির উপস্থিতি টের পেয়ে এক রাউন্ড গুলি চালিয়ে মাদকসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যদের সাহস ও উদ্যোমের কারণে বহনকৃত বস্তাগুলো ফেলে রাতের আঁধারে পালিয়ে যান। পরে বিজিবি সদস্যরা কেওড়া বাগানে মাদক কারবারীদের ফেলে যাওয়া বিশেষভাবে মোড়ানো দুটি প্লাস্টিকের বস্তা থেকে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।’
তিনি জানান, বিজিবি দেশের সীমান্তের নিরাপত্তা, মাদক ও মানব পাচার এবং চোরাচালান প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করেছে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বাস্তবায়নে টেকনাফ ব্যাটেলিয়ন প্রতিনিয়ত বিশেষ অভিযান পরিচালনা করছে। আগামীতেও অব্যাহত থাকবে এই অভিযান।