মধ্যনগরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত
সুনামগঞ্জের মধ্যনগরে সৎ ভাতিজার ছুরিকাঘাতে আব্দুল গণি নামে এক চাচা নিহত হয়েছেন।
গতকাল বুধবার বিকেলে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ধোপাঘাটপুর গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল গণি ওই গ্রামের মৃত রাশিদ মিয়ার ছেলে।
জানা যায়, আব্দুল গণির সাথে তার সৎ ভাই গফুর মিয়ার দীর্ঘদিন ধরে পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এসব বিরোধের জেরে ওইদিন বিকেলে আব্দুল গণির ছেলে খায়রুলের সঙ্গে গফুর মিয়ার পরিবারের লোকজনের বাকবিতন্ডা হয়। খবর পেয়ে আব্দুল গণি ঘটনাস্থলে এলে গফুর মিয়ার ছেলে সুহেলের ছুরিকাঘাতে রক্তাক্ত জখম হন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় আব্দুল গণিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
আব্দুল গণির ছেলে খায়রুল ইসলাম বলেন, ‘আমার চাচাতো ভাই সুহেল, রুবেলসহ কয়েকজন আমার ওপর হামলা করে। আমার বাবা ফেরাতে আসলে সুহেল তাকে দেশীয় অস্ত্র দিয়ে গলায়, হাতে ও গালে আঘাত করে। সুহেলে আঘাতেই আমার বাবার মৃত্যু হয়েছে।’
তবে, এ ব্যাপারে সুহেল বা সুহেলের পরিবারের কারো বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনা প্রসঙ্গে মধ্যনগর থানার ওসি সজীব রহমান বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, সৎ ভাতিজার ছুরিকাঘাতে আব্দুল গণির মৃত্যুর হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’