জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ২০

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
১৯ মার্চ ২০২৫, ১৬:৪৮
শেয়ার :
জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ২০

নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার রাতে চরপার্বতী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ফতে মোহাম্মদ হাজী বাড়িতে ও হাজারীহাট বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতরা হলেন, মো. সাইফুল ইসলাম খোকন (৩৬), ফখরুল ইসলাম (৩৩), মো. আবদুল হক (৬৭), সেরাজুল হক (৫০), হালিমা খাতুন (৬০), বিবি কুলসুম (৩৫), মো. বজলুল হক (৭০), ফারজানা আক্তার (৩৬), মালেকা বেগম (৪০), রফিকুল ইসলাম বেলাল (৪০), মোহাম্মদ ইয়াছিন (৬০), মায়মুনা খাতুন (৫৫), পেয়ারা বেগম (৪৫), গিয়াস উদ্দিন (৩৮), ওমর ফারুক (২৯)। আরও কয়েকজনের নাম জানা সম্ভব হয়নি।

আহত ফখরুল ইসলামের অবস্থা আশংকাজনক অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গিয়াস উদ্দিনের পরিবার ও খোকনের পরিবারের সঙ্গে দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে এলাকা একাধিকবার সালিস হয়। পূর্বের বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় হাজারীহাট বাজারে গিয়াস উদ্দিন ও খোকনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এর পর ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ফতে মোহাম্মদ হাজী বাড়িতে আবারও সংঘর্ষ হলে পুরো বাড়ি রণক্ষেত্রে পরিনত হয়। এতে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।