ওয়ার্ড পর্যায়ে প্রশাসক নিয়োগ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ
স্থানীয় সরকার নির্বাচনের আগে ওয়ার্ড পর্যায়ে প্রশাসক নিয়োগের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ বুধবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।
আসিফ মাহমুদ বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত এখনো বিবেচনাধীন। তাই নির্বাচনের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগে প্রশাসক নিয়োগের প্রশ্নই অবান্তর।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
জনগণের নিত্যদিনের সেবার প্রয়োজনে স্থানীয় সরকারের ওপর নির্ভর করতে হয়। সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি ও পৌর ওয়ার্ডগুলোতে জনপ্রতিনিধি না থাকায় সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই জনগণের দুর্ভোগ কমাতে স্থানীয় সরকার নির্বাচনের গুরুত্ব বারবার উল্লেখ করছি।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
আসিফ মাহমুদ আরও বলেন, ‘প্রশাসক নিয়োগের বিষয়ে সরকারের চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। প্রকৃত জনপ্রতিনিধি দিয়ে স্থানীয় সরকার পরিচালনাই সর্বোত্তম পদ্ধতি। ’