ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি
১৯ মার্চ ২০২৫, ১৬:০৮
শেয়ার :
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় মিরাজ খান (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের ভান্ডারিয়া গ্রামের মেহের উল্লাহর ছেলে ও পাচুরিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে রাজবাড়ী সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে ভান্ডারিয়া গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, গত ৫ আগস্ট দুপুর সাড়ে ১২টার সময় রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করা হয়। এতে আন্দোলনরত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সাধারণ জনগণের অনেকে আহত হন। এছাড়া তাদের ওপর আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। তাদের মারধর এবং আসামিদের ছোড়া গুলিতে আন্দোলনে থাকা জুবাইদা ইসলাম সোহানা, তুষার পাটোয়ারী, সান সরদার, ত্রিয়াশা, আয়েশা, সিনথিয়া, আসমা খাতুন, তাওহিদ রাব্বি, মুন্না, বিল্লাল হোসাইনসহ আরও অনেকে গুলিবিদ্ধ ও আহত হন।

এ ঘটনায় গত ২ সেপ্টেম্বর সদর উপজেলার খানখানাপুর (বেপারীপাড়া) গ্রামের মো. তারেখ খানের ছেলে মো. জিসান হোসাইন খান বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ১০০-১৫০ জনের বিরুদ্ধে মামলা করেন।

তিনি আরও বলেন, রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) এনায়েত শিকদার সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী সদর থানার ভান্ডারিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মামলার সঙ্গে জড়িত অভিযোগে পাচুরিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিরাজ খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া আসামিকে আজ বুধবার রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।