বার্ন ইনস্টিটিউটের ছাদ থেকে পড়ে রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
১৯ মার্চ ২০২৫, ১৫:৪৬
শেয়ার :
বার্ন ইনস্টিটিউটের ছাদ থেকে পড়ে রোগীর মৃত্যু

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ১৬ তলার ছাদ থেকে পড়ে পলাশ বিশ্বাস (৩২) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। 

পলাশ বিশ্বাস একটি গার্মেন্টসে কালার ওয়াশিং প্লান্ট সেকশনে কর্মরত ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান।

মৃতের ছোট ভাই অলক বিশ্বাস জানিয়েছেন, তার ভাই পলাশ বিশ্বাস টঙ্গীতে একটি গার্মেন্টেসের কালার ওয়াশিং প্লান্ট এ কাজ করার সময় তার শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়। পরে তাকে গত ৬ মার্চ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিল। গত ২ দিন আগে তাকে এইচডিইউতে স্থানান্তরিত করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।

তিনি আরও জানান, ‌‌‌গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে তার ভাইকে দেখে রেস্টে যান। পরে ভোর সেখানে কর্তব্যরত নার্সরা তাকে রুমের বেডে দেখতে না পেয়ে তাকে জানান। পরে খোঁজখবর নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পারেন হাসপাতাল ভবনের কম্পাউন্ডের ভেতর ভুক্তভোগীর মরদেহের খোঁজ পাওয়া গেছে। পরে সিসিটিভি দেখে জানতে পাওয়া গেছে। পলাশ প্রথমে এইচডিইউ থেকে বের হয়ে তৃতীয় তলায় যান। ধারণা করা হচ্ছে, সেখান থেকে একটি লিফটে করে ১ তলার ছাদে চলে যান তিনি। পরে সেখান থেকে পড়ে তিনি মারা গেছেন।

পলাশ বিশ্বাস মাগুরা জেলার মোহাম্মদপুর শিবপুর গ্রামের বাসিন্দা।