সোনারগাঁয়ে পুকুরে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার একটি পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার দুপুরে সোনারগাঁ পৌরসভার ৫নং ওয়ার্ডের নোয়াইল গ্রামে অবস্থিত চুন ফ্যাক্টরির পাশে আলমগীর প্রধানের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
থানার এস আই ইকরাম জানান, আলমগীরের পুকুরে অজ্ঞাত ব্যক্তির মুখ পানির নিচের দিকে থাকা ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করি। উদ্ধারের সময় নিহত ব্যক্তির শরীরে মাল্টিকালারের চেক শার্ট ও শার্টের নিচে সাদা রংয়ের সেন্টু গেঞ্জি এবং কোমরের নিচে উলঙ্গ অবস্থায় ছিল। শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না বা শরীর এতোটাই নরম ছিল যে, লাশটি তুলতে গিয়ে মরদেহটির চামড়া উদ্ধারকর্মীদের হাতে চলে আসে। ফলে শরীরে কোনো চিহ্ন বা দাগ থাকলেও বুঝার উপায় নেই। পোষ্টমর্টেম রিপোর্ট হাতে না পেলে এর চেয়ে বেশি কিছুই বলা সম্ভব না।
ধারণা করা হচ্ছে, কমপক্ষে ৪/৫ দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে।