খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে গণপিটুনির শিকার যুবক কেমন আছেন, জানা গেল

নিজস্ব প্রতিবেদক
১৯ মার্চ ২০২৫, ১৪:১৫
শেয়ার :
খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে গণপিটুনির শিকার যুবক কেমন আছেন, জানা গেল

খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে গণধোলাইয়ের শিকার হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রবিউল ওরফে জান মিয়ার (১১) অবস্থা এখনো আশঙ্কামুক্ত নয়। আজ বুধবার এ তথ্য জানিয়েছেন ঢামেক হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা শিশির কুমার ঘোষ।

তিনি বলেন, পুলিশ পাহারায় ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রবিউলের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। এ মুহূর্তে তাকে আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে এক যুবককে পিটিয়ে আহত করেছেন স্থানীয় ক্ষুব্ধ জনতা। এ সময় ওই অভিযুক্তকে উদ্ধার করে থানায় নেওয়ার সময় পুলিশের গাড়িতে অতর্কিত হামলা চালানো হয়। এতে খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমানসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

পরে সেখান থেকে অভিযুক্ত ওই যুবককে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে রাতেই তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।