৩ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার ১

কবিরহাট প্রতিনিধি
১৯ মার্চ ২০২৫, ১৩:১১
শেয়ার :
৩ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার ১

নোয়াখালী কবিরহাট উপজেলায় বাটইয়াতে ৩ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।   

গ্রেপ্তারকৃত ইমাম হোসেন (৫৫) চাঁদপুরের শাহরাস্তি থানার সূচিপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শৌরশাক গ্রামের মৃত আব্দুর জাব্বারের ছেলে। 

গতকাল মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে ইমাম হোসেন ঘটনার স্থলে গেলে শিশুটির মা শিশুটিকে বাসায় রেখে টাকা আনতে অন্য বাসায় যান। এই সুযোগে ইমাম হোসেন ভিকটিমকে যৌন নিপীড়ন করেন। পরে ভিকটিমের মা শিশুটির চিৎকার শুনে এসে ঘটনা দেখতে পান। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে ইমাম হোসেনকে আটকে রেখে কবিরহাট থানা পুলিশকে খবর দিলে রাতেই পুলিশ এসে তাকে নিয়ে যায়।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ভিকটিম জান্নাতুল ফেরদৌস (৩) তার মায়ের সঙ্গে উপজেলার বাটইয়া ইউনিয়নের দৌলত রামদি বাবুল মেম্বারের পুরান বাড়ীর লুৎফুরের বিল্ডিংয়ে ভাড়া থাকে। আর এদিকে অভিযুক্ত ইমাম হোসেন ফেনী জেলার হাজারী রোড়ে একটি বাসায় ভাড়া থেকে গ্রামেগঞ্জে পায়ে হেঁটে শিলপাটা খুঁটানোর কাজ করে। 

আজ বুধবার দুপুরে আসামিকে নোয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। 

এ ঘটনা প্রসঙ্গে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, ‘এই ঘটনায় নারী ও শিশু নির্যাতনের ১০ ধারায় মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আজ নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।’