সংখ্যালঘুদের ওপর হামলা ধর্মীয় নয়, রাজনৈতিক: প্রধান উপদেষ্টা
৫ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর যেসব হামলার ঘটনা ঘটেছে, তা ধর্মীয় নয়, রাজনৈতিক কারণে হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ সফররত মার্কিন সিনেটর গ্যারি পিটার্স আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা তাকে এ কথা বলেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সাক্ষাৎকালে গ্যারি পিটার্স তার নির্বাচনী এলাকা মিশিগানে বাংলাদেশি বংশোদ্ভূতদের মধ্যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বেগের কথা তুলে ধরেন।
এ প্রসঙ্গে আলাপকালে প্রধান উপদেষ্টা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অনেক ভুল তথ্য ছড়ানো এবং এসব ঘটনার পেছনের কারণ যে ধর্মীয় নয়, সে কথা তুলে ধরেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
নির্বাচন এবং সংস্কার প্রসঙ্গে আলাপকালে অধ্যাপক ইউনূস বলেন, ‘রাজনৈতিক দলগুলো যদি ছোট আকারের সংস্কার চায়, তাহলে ডিসেম্বর নাগাদ নির্বাচন হবে। তবে তারা যদি অন্তর্বর্তী সরকারের কাছে বড় সংস্কার চায়, তাহলে আরও কয়েক মাস পরে নির্বাচন অনুষ্ঠিত হবে।’
সংস্কার কমিশনের প্রস্তাবের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হলেই জুলাই চার্টারে সবাই স্বাক্ষর করবেন বলেও প্রধান উপদেষ্টা জানিয়েছেন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
কীভাবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক আরও গভীর করে তোলা যায়, সে বিষয়েও আলোচনা করেন সিনেটর গ্যারি পিটার্স ও অধ্যাপক ইউনূস।