যে কারণে ১০ বছর দাওয়াত পাননি অভিনেত্রী শাহনাজ খুশি
ছো্টপর্দার জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশি। পর্দায় তার অনবদ্য অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। অভিনয়ের পাশাপাশি লেখালেখিতেও বেশ পারদর্শী তিনি। প্রায়ই কাজ ও ব্যক্তিজীবনের নানা কথা অভিনেত্রী শেয়ার করেন তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে।
শাহনাজ খুশি এবার জানালেন, প্রায় দশ বছর তাকে কোনো অনুষ্ঠানে দাওয়াত করা হয়নি। কেন করা হয়নি তাও জানিয়েছেন।
গতকাল সোমবার রাতে ফেসবুক পোস্টে অতীত জীবনের কথা তুলে ধরে শাহনাজ খুশি লিখেছেন, ‘আমার তারুণ্যের গুরুত্বপূর্ণ সময়ে প্রায় ১০ বছর পর্যন্ত আমাকে পার্টিতে ইনভাইট (অনুষ্ঠানে দাওয়াত) করলে ২ সন্তান সঙ্গে করে যাব, এজন্য বাস্তবিক অর্থে সবার প্রাইভেসির কথা চিন্তা করেই হয়তো বেশির ভাগ বান্ধব ও কলিগ সার্কেল দাওয়াতে আমাকে অ্যাভোয়েড (এড়িয়ে) করে গেছে। পরে তাদের বিস্তর ফটো দেখে জেনেছি তাদের আনন্দের কথা।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
তিনি আরও লিখেছেন, ‘পাঁচ তারকা হোটেল লবির দাওয়াতের প্রশ্নই আসে না। কারণ সেখানে মাথাপিছু চড়া মূল্য। আমি কিন্তু এতে রাগ বা দুঃখিত হইনি, বরং হেসেছি। পরের ১০ বছর সন্তানদের স্কুল, কোচিং ও কলেজের এ পরীক্ষা, সে পরীক্ষার জন্য কেউ ডাকলেও যেতে পারিনি। তখন ওদের বেসিক এডুকেশন গড়ে দেওয়ার সময়। ইচ্ছা করলেও কঠিনভাবে সে ইচ্ছে দমন করেছি।’
সময়ের পরিক্রমায় পরিবর্তন এসেছে অভিনেত্রীর জীবনে- তা উল্লেখ করে শাহনাজ খুশি লিখেছেন, ‘এখন সন্তানদের তারুণ্য। কোনো ইনভাইটেশন বা কোনো উৎসবে তাদের সঙ্গে গেলে, ঠাট্টার ছলে সেখানকার ইয়ার দোস্ত বলে বসে, “ওরা বড় হয়েছে আপা, ওদের এখনো পাহারা দিতে হবে নাকি? আরে ছাড়েন তো এবার।” আমিও হাসি, কিন্তু চোখের পেছনের নোনা পানিটা বারবার গিলতে হয়। বুকের ভেতরে একটা কষ্ট হাতুড়ি পেটা করতে থাকে।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
সবশেষ এই অভিনেত্রী বলেন, ‘একটা প্রশ্ন আমার দিগন্তজুড়ে কেবল ঘুরপাক খায় এখন, “আমার তাহলে কোন কাল/ কোন সময়? আমি তাহলে কোথায় যাব?” সেদিন আমার তারুণ্যকে ধমকে সরিয়ে দিয়ে, সন্তানের পেছনে পেছনে দৌড়াতে গিয়ে আর পেছন ফেরার সময় যে করতে পারলাম না, সে দোষটা আমি কাকে দেব?’