ঝিনাইগাতীতে বিএনপির ইফতারে অংশ নিলেন ৫ হাজার নেতাকর্মী
পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার মানুষের সব কিছু কেড়ে নিয়েছিল। তাই স্বৈরাচার আওয়ামী লীগ যেন ভবিষ্যতে মাথা চাড়া না দিতে পারে, সেদিকে সকল শ্রেণি-পেশার মানুষকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
গতকাল সোমবার বিকেলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া উচ্চ বিদ্যালয়ে মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা দাবির ভিত্তিতে সাম্য ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে আয়োজিত মত বিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘আগামী দিনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে। দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করতে হবে অন্তর্বর্তীকালীন ইউনুস সরকারকে। অন্যথায় দেশের মানুষ আপনাদেরও ফ্যাসিস্ট বলবে।’
ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়ন বিএনপির ২, ৩, ও ৪ নং ওয়ার্ড এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজিত এ মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৫ হাজার অংশ নেন।
এতে সভাপতিত্ব করেন নলকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান। নলকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. রোকনুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ, যুগ্ন আহ্বায়ক মো. আব্দুল মান্নান প্রমুখ।
দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার ছেলে আরাফাত রহমান কোকোসহ আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে নিহত নেতাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।