৬ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে কাঠমিস্ত্রি আটক
মুন্সীগঞ্জের গজারিয়ায় ছয় বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মো. ইয়াসিন (৪৫) নামের এক কাঠমিস্ত্রিকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, আটককৃত ইয়াসিন উপজেলার বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়া পূর্ব নয়াকান্দি গ্রামের দেলোয়ার হোসেন কুট্টির ছেলে।
আজ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার আলম আজাদ। এর আগে গতকাল সোমবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
খবর নিয়ে জানা যায়, ওই শিশুটি বাড়ির পাশে একটি দোকানে কেক কেনার জন্য যায়। এ সময় ওই দোকানে বসেছিল ইয়াসিন। কেক কিনে বাড়ি ফেরার পথে নির্জন জায়গায় শিশুটিকে জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে ইয়াসিন। এ সময় শিশুটির আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ইয়াসিন কৌশলে পালিয়ে যায়।
এদিকে ঘটনাটি জানাজানি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। অভিযুক্ত ইয়াসিনের শাস্তির দাবিতে রাস্তায় নেমে আসে মানুষ। এলাকাবাসী একজোট হয়ে ইয়াসিনের বাড়িতে হামলা চালাতে পারে এমন খবরে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। রাত সাড়ে ১১টার দিকে অভিযুক্ত ইয়াসিনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ জানান, এ ঘটনায় অভিযুক্ত ইয়াসিনকে রাত সাড়ে ১১টার দিকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।