সেচ্ছাসেবক দলের নেতাকে জনসমক্ষে ছুরিকাঘাত

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
১৭ মার্চ ২০২৫, ২০:১৪
শেয়ার :
সেচ্ছাসেবক দলের নেতাকে জনসমক্ষে ছুরিকাঘাত

নেত্রকোণার বারহাট্টা উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মাহবুবর রহমান চন্দনকে (৩২) জনসমক্ষে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। গতকাল রবিবার ইফতারির পরপর থানার কাছাকাছি এলাকায় এই ঘটনা ঘটে। আহত চন্দনকে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আব্দুল মোমেন (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি মোটরসাইকেল চালক সমিতির সাধারণ সম্পাদক। তিনি উপজেলার বড়ি প্রামের মঞ্জু মিয়ার ছেলে। 

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত চন্দন ও স্থানীয়রা জানান, ইফতার শেষে বারহট্টা পূর্ব বাজারের মোটরসাইকেল স্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন তিনি। হঠাৎ তাকে বেশ কয়েকবার ছুরিকঘাত করা হয়। আহত চন্দন কৌঁশলে আক্রমণকারীকে ঝাপটে ধরেন। চিৎকার শুনে লোকজন এগিয়ে আসেন। কিছুক্ষণের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মোমেনকে আটক করে।

চন্দন বলেন, মোমেন হত্যার উদ্দেশ্যে আমার ওপর হামলা করেছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পলাতক কাজী সাখাওয়াত হোসেনের লোক। তিনি সাখাওয়াতের সহয়তায় অবৈধভাবে উপজেলা মোটরসাইকেল চালক সমিতির সাধারণ সম্পাদকের পদ ভাগিয়ে নেন। 

চন্দন আরও বলেন, পদ পাওয়ার পর থেকে প্রতিদিন নিয়মবহির্ভূতভাবে প্রত্যেক চালকের কাছ থেকে ২০০ টাকা করে চাঁদা আদায় শুরু করেন। ৫ আগস্টের পর থেকে আমি তার এই অপকর্মের বিরোধিতা করে আসছিলাম। এজন্য তিনি আমার প্রতি ক্ষিপ্ত। আজকে সকালে গিয়ে আবার দেখি তিনি চাঁদা তুলতেছে। তখন আমি বাধা দিলে তার সঙ্গে আমার হাতাহাতি হয়। সন্ধ্যায় আমি মোটরসাইকেল স্ট্যান্ডে বসে ছিলাম, তখন মোমেন আমার ওপর ছুরি দিয়ে হামলা চালায়। তার সঙ্গে আরও লোকজন ছিল। এ ব্যাপারে আমি থানায় লিখিত অভিযোগ করেছি।

বারহাট্টা উপজেলা বিএনপির সদস্য সচিব আশীক আহমেদ কমল বলেন, যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছেন তারা মূলত আওয়ামী লীগের দসর। হত্যার উদ্দ্যেশেই চন্দনের ওপর হামলা চালানো হয়েছে। আমরা উপজেলা বিএনপি এই ঘটনার তীব্র নিন্দা ও দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের প্রতি আহ্বান জানাই। 

অভিযুক্ত আব্দুল মোমেন পুলিশ হেফাজতে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, আহত সেচ্ছাসেবক দলের নেতার পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।