নিজ গ্রামে দাফন হলো দক্ষিণ আফ্রিকায় নিহত কামরুলের

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
১৭ মার্চ ২০২৫, ১৮:৪৯
শেয়ার :
নিজ গ্রামে দাফন হলো দক্ষিণ আফ্রিকায় নিহত কামরুলের

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে নিহত বাংলাদেশি ব্যবসায়ী কামরুল ইসলামের (৩৩) মরদেহ দাফন করা হয়েছে। আজ সোমবার ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের করমুল্যাপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

এর আগে গতকাল রবিবার রাত ২টার দিকে কামরুল ইসলামের মরদেহ ঢাকায় পৌঁছায়। আজ সকালে মরদেহটি গ্রামের বাড়িতে আনা হয়। পরে দুপুর ২টায় ইয়াকুবপুর ইউনিয়ের করমুল্যাপুর গ্রামে মরদেহ দাফন করা হয়।

গত বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রভিন্সে ভেপেনার শহরে নিজের দোকানের সামনে ডাকাতের গুলিতে কামরুল ইসলাম নিহত হন। তিনি দাগনভুঞা উপজেলার করমুল্যাপুর গ্রামের বাসিন্দা।