বাংলাদেশে আসছেন আলী আজমত

বিনোদন ডেস্ক
১৭ মার্চ ২০২৫, ১৭:৫৪
শেয়ার :
বাংলাদেশে আসছেন আলী আজমত

বাংলাদেশে আসছেন পাকিস্তানের আরও এক জনপ্রিয় ব্যান্ড জুনুনের আলী আজমত। মে মাসের দুই তারিখ রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে কনসার্ট করবেন তিনি। আয়োজকদের পক্ষ থেকে আমাদের সময়কে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

‘ভয়েস অব জুনন’ শিরোনামে এই কনসার্টটির আয়োজন করছে অ্যাসেনবাজ। তাদের পক্ষ থেকে জানানো হয়, অবশেষে অপেক্ষার অবসান হয়েছে। বাংলাদেশে আসছেন পাকিস্তানের আলী আজমত, তার সঙ্গে ব্যান্ড জুনুন সদস্যদের পারফর্ম করার কথা রয়েছে।

কনসার্টের টিকিট এরই মধ্যে অনলাইনে বিক্রি শুরু হয়েছে। তিন ধাপে টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ ভিআইপি আর্লি বার্ড ৬ হাজার ৯৯৯, রেগুলার আর্লি বার্ড ৩ হাজার ৪৯৯ ও স্টুডেন্ট আর্লি বার্ড ১ হাজার ৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে গেট সেট রকের অফিসিয়াল সাইটে। 

এর আগে বাংলাদেশে সব শেষ পারফর্ম করে যায় পাকিস্তানি ব্যান্ড ‘কাবিশ’। ১৫ নভেম্বর ‘ঢাকা রেট্রো’ শিরোনামে প্রথমবারের মতো ঢাকায় কনসার্ট করে দলটি।