ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
১৭ মার্চ ২০২৫, ১৭:৪৩
শেয়ার :
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে দশম শ্রেণির এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছেন। উল্লাপাড়া পৌর এলাকার সিরাজগঞ্জ -ঈশ্বরদী রেলপথের চর ঘাটিনা ঢালু নামক স্থানে এ ঘটনা ঘটে।

আজ সোমবার সকাল ৮টার দিকে আত্মহত্যার এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বড়হর ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের মৃত জালাল উদ্দিনের মেয়ে রিতু খাতুন (১৮)। পারিবারিক কলহের কারণে ভাই-ভাবিদের ওপর অভিমান করে সোমবার ভোরে বাড়ি থেকে বের হয়ে যান। পরে সকাল ৮টার দিকে সে উল্লাপাড়া পৌর এলাকার চর ঘাটিনা ঢালু নামক স্থানে সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।

নিহত রিতু খাতুন উল্লাপাড়া মার্চেন্ট পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন।