দ্বিতীয় বিয়ে করায় বৃদ্ধ বাবাকে মারধর

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
১৭ মার্চ ২০২৫, ১৭:২৬
শেয়ার :
দ্বিতীয় বিয়ে করায় বৃদ্ধ বাবাকে মারধর

প্রথম স্ত্রীর মৃত্যুর পর বিয়ে করায় বঞ্চনার শিকার বৃদ্ধ দম্পত্তি। ছেলের কাছ থেকে ভরণপোষণ পাওয়া দূরের কথা উল্টো বেশ কয়েকবার শারীরিক লাঞ্ছনার শিকারও হয়েছেন তারা। প্রতিকার পেতে স্থানীয়ভাবে বেশ কয়েকবার সালিস হলেও কোনো ফল মেলেনি। সর্বশেষ থানায় লিখিত অভিযোগ করলে সেখানেও কোনো ফলাফল আসেনি। ফলে বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন ওই বৃদ্ধ দম্পত্তি।

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। ইউনিয়নের উপাদিক গ্রামের ৯ সন্তানের জনক নবতিপর মো. রফিকুল ইসলাম (৯৩) -এর প্রায় ৫০ বছর আগে প্রথম স্ত্রী মারা যান। পরবর্তীতে তিনি দ্বিতীয় বিয়ে করেন।

প্রথম স্ত্রীর ঘরের ৬ সন্তানের মধ্যে অন্যরা তাদের সৎ মাকে মেনে নিলেও মেনে নেয়নি হানিফ মিজি নামের এক ছেলে। তিনি দীর্ঘদিন থেকে তার বৃদ্ধ বাবা ও সৎ মায়ের সঙ্গে নানাভাবে হেনস্তা করছেন - এমন অভিযোগ করে থানায় লিখিত অভিযোগ করেছেন রফিকুল ইসলামের দ্বিতীয় স্ত্রী রাশিদা বেগম (৬৫)।

রাশিদা বেগম জানান, আমার সতীনের অন্য ছেলে-মেয়েরা ভালো আচরণ করলেও ব্যতিক্রম হানিফ মিজি ও তার পরিবার। তিনি নানাভাবে আমাকে ও আমার স্বামীকে হয়রানি করে আসছেন। ভরণপোষণ তো দেয়না, উল্টো আরও মারধর করেন। আমার নিজের সন্তানদের বসতঘর করতে দেয়না। তাই নিরুপায় হয়ে থানায় অভিযোগ দিয়েছি।

রফিকুল ইসলাম জানান, হানিফ কেন আমাদের উপর অত্যাচার নির্যাতন করছে জানি না। আমাকে বেশ কয়েকবার মারধর করেছে।

ভরণপোষণ না দেওয়ার কথা স্বীকার করে অভিযুক্ত হানিফ মিজি বলেন, আমার বাবার কোনো সম্পত্তি নেই। আমার ভাই যেখানে ঘর করতে চায়, সেখানে আমার নিজের সম্পত্তি রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল হামিদ বলেন, এক পক্ষ মানলে আরেক পক্ষ মানছে না, দীর্ঘদিনের এই সমস্যা তাই সমাধান হচ্ছে না।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহআলম বলেন, অভিযোগের বিষয়টি খোঁজখবর নিয়ে অপরাধীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।