মন্টু দাসের পরিবারের দায়িত্ব নিলেন জামায়াত আমির

বরগুনা প্রতিনিধি
১৭ মার্চ ২০২৫, ১৭:২৪
শেয়ার :
মন্টু দাসের পরিবারের দায়িত্ব নিলেন জামায়াত আমির

বরগুনায় শিশু ধর্ষণ মামলার বাদী নিহত মন্টু দাসের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুল ইসলাম। আজ সোমবার বেলা ১১টায় বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কালিবাড়ি এলাকার মন্টু দাসের বাড়ি পরিদর্শন করে তিনি এ কথা বলেন। 

এর আগে আজ সকাল সোয়া ১০টার দিকে জামায়াতের আমিরকে বহনকারী হেলিকপ্টার বরগুনা সার্কিট হাউজ প্রাঙ্গনে অবতরন করেন। পরে মন্টু দাসের বাড়ি পরিদর্শন শেষে বেলা ১১টার দিকে বরগুনা শহীদ মিনারে এক পথসভায় অংশ নেয় জামায়াতে আমির।

নিহত মন্টুর বাড়ি পরিদর্শন করে ডা. শফিকুল ইসলাম ভুক্তভোগী পরিবারকে উপহার সামগ্রী পৌছে দেন। এ সময় ক্ষতিগ্রস্ত এই পরিবারের পাশে থেকে সব ধরনের সহায়তা করার আশ্বাস দেন তিনি।

তিনি বলেন, ‘মন্টুর পরিবারের সঙ্গে যা ঘটেছে তা অত্যান্ত নেক্কারজনক। আমরা সাধ্যমত পরিবারটির পাশে আছি এবং প্রতি মাসে এই পরিবারকে আমরা আর্থিক সহায়তা করে যাব।’

বরগুনার স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গত ৫ মার্চ বরগুনা সদর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর বাবা মন্টু চন্দ্র দাস। ওই দিনই প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ এবং পরে তাকে জেলহাজতে পাঠানো হয়। এর পরেরদিন মামলার শুনানির দিন ছিল। ওইদিন মধ্যরাতে বাড়ির পেছন থেকে বাদী মন্টুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরিবারের দাবি পরিকল্পিত ভাবেই বাদীকে হত্যা করা হয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তিকে হারিয়ে চরম হতাশা ও দুর্দশায় দিন কাটছে পরিবারটির। এরপর বেলা এগারোটায়।