সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় গরু আটক
সুনামগঞ্জের তাহিরপুর, দোয়ারাবাজার, বিশ^ম্ভরপুর ও সদর উপজেলার সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমান ভারতীয় পাথর, ট্রাক, ফুসকা, বাসমতি চাল, সাবান, ওড়না, চিনি, মদ ও ৪টি গরু আটক করেছে বিজিবি।
আজ সোমবার ভোরে বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের মাছিমপুর বিওপির সদস্যরা একটি ট্রাকভর্তি ২০০ ঘনফুট পাথর, লাউরগড় বিওপির সদস্যরা ৭৪০ কেজি ফুসকা, টেকেরঘাট বিওপির সদস্যরা ১২০০ কেজি বাসমতি চাল, নারায়নতলা বিওপির সদস্যরা ২১৫ পিস সাবান, ডলুরা ও চিনাকান্দি বিওপির সদস্যরা ১৪৯ কেজি চিনি ও ২৫ কেজি ফুসকা, বাংগালভিটা বিওপির সদস্যরা ৪৮ বোতল মদ, বনগাঁও বিওপির সদস্যরা ৭৫০ পিস ওড়না, পেকপাড়া ও মাটিরাবন বিওপির সদস্যরা ৪ টি ভারতীয় গরু আটক করেন।
বিজিবি জানিয়েছে, আটককৃত ভারতীয় সকল পণ্য ও ৪ টি গরুর আনুমানিক মূল্য ৪১ লাখ ৭১ হাজার ৩৯০ টাকা। এদিকে ভারত থেকে অবৈধভাবে আনা বিভিন্ন পণ্য ও গরু আটক করা সম্ভব হলেও চোরাচালান কারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে গেছে।
বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নানা ধরনের পণ্য ও ৪ টি ভারতীয় গরু আটক করা হয়েছে। আটককৃত গরু ও পণ্যগুলো সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি অব্যাহত আছে।