ধামরাইতে ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন

ধামরাই প্রতিনিধি
১৭ মার্চ ২০২৫, ১৩:০৪
শেয়ার :
ধামরাইতে ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন

ধামরাইতে ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও ঘটনার মূল হোতা কে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে এ তথ্য জানানো হয়।

গত বুধবার দুপুরে ধামরাই থানার কুল্লা আকসিনগর হাউজিং প্রকল্প থেকে দুই হাত পা বাঁধা ও চেহারা বিকৃত করা অজ্ঞাত নামা ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনার তদন্তে তথ্য প্রযুক্তির সহায়তায় র্যাবের তদন্তকারী জানতে পারেন,নিহত অজ্ঞাত নিহত ব্যক্তি ছিলেন অটো রিকশা চালক। এ ঘটনায় মো. হালিম (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে তিনি জানান,পেশায় তিনি অটো রিকশা ছিনতাইকারী। গত ০৯ মার্চ দুই সহযোগীকে নিয়ে অটো রিকশা চালককে অপহরণ করেন। তার দুই হাত পিছনের দিকে এবং দুই পা রশি দিয়ে বাধে জবাই করে হত্যা শেষে অটো রিকশা ও মোবাইল নিয়ে পালিয়ে যান।পরে মোবাইলটি ৩ হাজার টাকায় বিক্রি করে দেন।

আটক হালিম এ ঘটনায় নিজের দায় স্বীকার করেছে বলেও জানিয়েছে র্যাব।