বাগাতিপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান গকুল আটক

নাটোর প্রতিনিধি
১৭ মার্চ ২০২৫, ১২:১৩
শেয়ার :
বাগাতিপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান গকুল আটক

নাটোর জেলা আওয়ামীলীগের সদস্য ও বাগাতিপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুলকে আটক করেছে পুলিশ। আজ সোমবার ভোর ৬টার দিকে উপজেলার ফাগুয়াড়াদিয়াড় ইউনিয়নের স্যানালপাড়ার তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। 

অহিদুল ইসলাম গকুল বাগাতিপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য। এবং তিনি নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বকুলের ছোট ভাই।

বাগাতিপাড়া মডেল থানা পুলিশের কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ ভোরে ডেভিল হান্টের অভিযানে তার বাড়ি থেকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে মামলারর প্রক্রিয়া চলছে বলে এ কর্মকর্তা জানান।