স্থানীয় সরকার নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নয়: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক
১৬ মার্চ ২০২৫, ২০:৫২
শেয়ার :
স্থানীয় সরকার নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নয়: গয়েশ্বর

স্থানীয় সরকার নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ রবিবার ইফতার মাহফিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে নেতাকর্মীদের তিনি এসব কথা বলেন। ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জে সুভাঢ্যায় এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির ঢাকা জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘জুলাই আন্দোলনের মধ্যদিয়ে শেখ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। এরপর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা। কারণ দেশের মানুষ গত ১৭ বছর ধরে ভোট দিতে পারেনি। তারা এখন ভোট দিয়ে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু জনগণ অন্তর্বর্তী সরকারের দিক থেকে এই ধরনের কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছে না। বরং অন্তর্বর্তী সরকারের কেউ কেউ স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছেন। অথচ অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার নির্বাচন করার দায়িত্ব নয়।’

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং নিজের স্বার্থে চোখ কান খোলা রাখবেন। কারণ একটা অদৃশ্য ষড়যন্ত্র চলমান। এই অদৃশ্য শক্তি দৃশ্যমান করতে হবে। তাদের রুখে দিতে আমাদের ঐক্য সুদৃঢ় করতে হবে। আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে, তা মিমাংসা করতে হবে। পদ-পদবি থাকতে হবে-এটা ভাবা যাবে না। আমাদের এবার ফাইনাল খেলায় অবতীর্ণ হতে হবে। আমার বিশ্বাস জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকলে আমাদের কেউ পরাজিত করতে পারবে না।’

গত ১৭ বছর ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপিসহ দেশের গণতান্ত্রিক রাজনৈতিক দল আন্দোলন সংগ্রাম করেছে বলে মন্তব্য করেন গয়েশ্বর বলেন, ‘এ লড়াই করতে গিয়ে বিএনপির বহু নেতাকর্মীকে গুম-খুনের শিকার হতে হয়েছে। অনেক নেতাকর্মী পঙ্গু হয়েছেন। গায়েবি মামলাসহ নানাভাবে নির্যাতন করা হয়েছে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কোনো নেতাকর্মী ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্যাতন থেকে রক্ষা পায়নি। তারপরও দেশের মানুষ তার ভোটাধিকার আন্দোলন থেকে সরে যায়নি। ’