৯৫ দিন ধরে সাগরে ভাসছিলেন জেলে, অবশেষে উদ্ধার
এ যেন সিনেমার কাহিনী। সাগরের নীলে হারিয়ে গেছেন এক মানুষ। চারদিকে শুধু পানি আর পানি। পোকামাকড়, পাখি ও কচ্ছপ খেয়ে বেঁচে থাকা। বাঁচার আশা যখন প্রায় শেষ, তখনই উদ্ধার। বাস্তবেই ঘটেছে এমনটি। পেরুর এক জেলে এভাবেই সাগরে ভাসছিলেন। ৯৫ দিন পর তাকে উদ্ধার করা হয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ওই জেলের নাম ম্যাক্সিমো নাপা। গত ৭ ডিসেম্বর পেরু উপকূল থেকে যাত্রা করেন তিনি। সঙ্গে ছিল ২ সপ্তাহের খাবার। কিন্তু ১০ দিনের মাথায় ঝড়ে তিনি উপকূল থেকে অনেক দূরে চলে যান।
পরিবার খুঁজতে শুরু করে ম্যাক্সিমোকে। কোস্টগার্ডও নিয়মিত টহল দেয়। অবশেষে উপকূল থেকে ৬৮০ মাইল দূরে খুবই আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয় তাকে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
উদ্ধার হওয়ার পর তিনি বলেন, ‘আমি বাঁচতে চেয়েছিলাম। বেঁচে থাকার জন্য আমি পোকা ও পাখি খেয়েছিলাম। সর্বশেষ আমি সামুদ্রিক কচ্ছপ খেয়ে ক্ষুধা নিবারণ করেছি।
ম্যাক্সিমো বলেন, পরিবারের সঙ্গে আবারও দেখা করার ইচ্ছা ও দুই মাস বয়সী নাতনির টানেই তিনি বোধহয় বেঁচে ছিলেন। সর্বশেষ গত ১৫ দিন তিনি না খেয়ে ছিলেন। তিনি বলেন, ‘সবসময় আমার মার কথা মনে পড়তো। ইশ্বরের কাছে আমি কৃতজ্ঞ এই দ্বিতীয় জীবন পাওয়ায়।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস