শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা নিয়ে যা জানাল পুলিশ

মাগুরা প্রতিনিধি
১৬ মার্চ ২০২৫, ১৭:৩৮
শেয়ার :
শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা নিয়ে যা জানাল পুলিশ

শিশু আছিয়া ধর্ষণ বিষয়ে পুলিশের সংবাদ সম্মেলন। ছবি: আমাদের সময়

দেশব্যাপী আলোচিত মাগুরার ৮বছেরর শিশু আছিয়ার ধর্ষণ ও হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং করেছেন পুলিশ সুপার মিনা মাহমুদা। আজ রবিবার দুপুর সাড়ে ১২টায় মাগুরা সদর থানায় এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার জানান, মাগুরার চাঞ্চল‌্যকর ৮ বছরের শিশু ধর্ষণ মামলায় ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ মামলার অন‌্যতম আসামি হিটু শেখ শনিবার বিকেলে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। মামলার বাকি তিন আসামিকে আমরা এখনো জিজ্ঞাসাবাদ করছি। এ মামলা সংক্রান্ত আলামত আমরা সংগ্রহ করে সিআইডিকে পাঠিয়েছি ফরেনসিকের জন‌্য।

প্রসঙ্গত, শনিবার মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আলাউদ্দিন সরদার মামলার প্রধান আসামি হিটু শেখকে মাগুরার চীফ জুডিশিয়াল ম্যাজেস্ট্রট আদালতে উপস্থাপন করেন। এ সময় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায় তার খাস কামরায় হিটু শেখের দোষ স্বীকারোক্তমূলক জবানবন্দি লিপিবদ্ধ করে নথিভুক্ত করেন।