পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুত্রবধূকে (২১) ধর্ষণের অভিযোগে শ্বশুর আহসান উল্যাহকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার দুপুরে গ্রেপ্তার হওয়া আহসান উল্যাহকে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এ ঘটনায় গতকাল শনিবার সন্ধ্যায় গৃহবধূ বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় শ্বশুরের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। এর আগে শুক্রবার রাতে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কেটিএম হাট এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, গৃহবধূর স্বামী দুবাই থাকেন। এটাকে সুযোগ হিসেবে নিয়ে দীর্ঘদিন ধরে পুত্রবধূকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন শ্বশুর আহসান উল্যাহ। গত শুক্রবার রাতে ওই গৃহবধূ তার শয়নকক্ষে ঘুমাচ্ছিলেন। গভীর রাতে কৌঁশলে দরজা খুলে মুখ চেপে ধরে ধর্ষণ করে বের হয়ে যান আহসান। ঘটনার পর ওই গৃহবধূ তার স্বামী, শাশুড়ি ও মাকে ঘটনা খুলে বলেন এবং সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ‘গৃহবধূ বাদী হয়ে শ্বশুরের বিরুদ্ধে অভিযোগ করেছেন। অভিযোগ পেয়ে শশুর আহসান উল্যাহকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার দুপুরে তাকে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।