প্রথম আলো ও রাফীর বিরুদ্ধে মামলার হুমকি দিলেন একরামুলের স্ত্রী
রায়হান রাফীর ওয়েব সিনেমা ‘আমলনামা’। গত ১৩ মার্চ এটি মুক্তি পেয়েছে একটি ওটিটি প্লাটফর্মে। ওয়েব সিনেমাটি নিয়ে রাফীর বক্তব্য এমন ছিল- বাস্তব কোনো ঘটনার সঙ্গে এই সিনেমার মিল নেই। এটি তিনি নির্মাণ করেছেন কাল্পনিকভাবে। যদিও দর্শকরা বলছেন ভিন্ন কথা। যা নিয়েই চলছে তর্ক-বিতর্ক।
এবার রাফীর ‘আমলনামা’ নিয়ে কথা বলছেন ২০১৮ সালে র্যাবের ক্রসফায়ারে নিহত টেকনাফ পৌরসভা কাউন্সিলর একরামুল হকের স্ত্রী আয়েশা বেগম। সিনেমাটির সূত্র ধরে নির্মাতার বিরুদ্ধে অভিযোগও আনেন তিনি। রাফীর বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি দিয়েছেন আয়েশা বেগম। পাশাপাশি একটি জাতীয় দৈনিকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
আজ রবিবার এক ফেসবুক পোস্টে একরামুল হকের স্ত্রী আয়েশা বেগম লিখেছেন, ‘পরিচালক রায়হান রাফী একটি কাল্পনিক মুভি বানিয়েছে, এই মুভিতে রায়হান রাফী নিজেই প্রথমে স্বীকার করেন যে, মুভিটি কোন সত্যি ঘটনার সাথে মিল নেই, তিনি তার মন মতো করে কাল্পনিকভাবে এই মুভিটি বানিয়েছেন। আর আপনারা আজ এই মুভি দেখে আমাদেরকে দোষারোপ ও লজ্জিত করছেন। আপনারা এই মুভিটা আমার স্বামীর ঘটনা বলে অপপ্রচার করতেছেন, আমার স্বামী কোনো প্রকার মাদকদ্রব্যের সাথে জড়িত ছিল না। আমার স্বামীকে খুনিরা পরিকল্পিতভাবে এবং নির্মমভাবে হত্যা করেছে। আজ আপনারা এই মুভি দেখে আমার স্বামীর আসল ঘটনা বলে উল্লেখ্য করিতেছেন।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
মামলার হুমকি দিয়ে আয়েশা বেগম বলেন, ‘রায়হান রাফী যদি বলে যে এই মুভিটি একরামুল হকের সত্যি ঘটনার ওপর ভিত্তি করে বানানো হয়েছে, তাহলে তার বিরুদ্ধে মানহানি মামলা করতে বাধ্য হবো। আর আমি রায়হান রাফীকে বলব “এই মুভিটি একরামুল হকের আসল ঘটনার সাথে কোন মিল নেই” এই কথাটা সবার সামনে বলার জন্য অনুরোধ করছি।’
আরও পড়ুন:
লরির ধাক্কায় পুলিশ সদস্য নিহত
সবশেষে তিনি বলেন, ‘আর প্রথম আলো এই ঘটনাকে একরামুল হকের আসল ঘটনা বলে প্রচার করেছেন, এই মুহূর্তে আমাকে ও আমার দুই মেয়েকে জাতির সামনে অপমান, লজ্জিত ও দোষারোপ করতেছেন। আর পুরো জাতি জানে আমার স্বামী কোনো রকম মাদকদ্রব্য ও অন্যায় কাজের সাথে জড়িত ছিলেন না। সে আজ মাদকের বিরোধিতা করেছিল তাই খুনিরা আমার স্বামীকে অন্যায়ভাবে ও নাটকীয়ভাবে হত্যা করে। আর আমি প্রথম আলোকে বলব তারা যা প্রচার করেছে তা ভুলবশত করেছেন, আর যদি তারা তা স্বীকার না করে তাহলে আমি ও আমার দুই মেয়ে মিলে প্রথম আলোর বিরুদ্ধে মানহানি মামলা করতে বাধ্য হব। আর আমি প্রথম আলোকে অনুরোধ করছি যে, অতিশীঘ্রই এই ঘটনাটি “একরামুল হকের ঘটনার সাথে কোন মিল নেই” এই কথাটি সবার সামনে বলার জন্য।’
এ বিষয়ে রায়হান রাফী বলেন, ‘আমরা প্রথম থেকেই বলে আসছি, ছবিটি সত্য ঘটনা অবলম্বনে নয়। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত সিনেমা। দেশে যত বিচারবহির্ভূত হত্যকাণ্ড ঘটেছে, সব ঘটনার ছায়া অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছি।’
তিনি আরও বলেন, ‘আমরা অনেকগুলো ঘটনার ছায়া অবলম্বনে একটি গল্প বলার চেষ্টা করেছি, বলেছি। নিশ্চিত করে বলছি এ গল্পে একক কোনো ব্যক্তি নেই।’
এর আগে সত্য ঘটনার ছায়া অবলম্বনে ‘জানোয়ার’, ‘ফ্রাইডে‘টান’, ‘খাঁচার ভেতর অচিন পাখি’সহ আরও কয়েকটি সিনেমা নির্মাণ করেছেন রায়হান রাফী।
‘আমলনামা’ নিয়ে রাফী বলেন, ‘এটি নির্দিষ্ট কোনো পরিবারের গল্প নয়। সিনেমাটির সঙ্গে একরামুল হকের কোনো সম্পর্ক নেই। দেশের প্রতিটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সিনেমাটি করেছি। আমরা চাই, সব বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার হোক।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট