সরিষাবাড়ীতে ২ মাদ্রাসাছাত্রকে ধর্ষণে শিক্ষক গ্রেপ্তার, স্থানীয়দের বিক্ষোভ

জামালপুর প্রতিনিধি
১৬ মার্চ ২০২৫, ১১:১০
শেয়ার :
সরিষাবাড়ীতে ২ মাদ্রাসাছাত্রকে ধর্ষণে শিক্ষক গ্রেপ্তার, স্থানীয়দের বিক্ষোভ

জামালপুরের সরিষাবাড়ীতে ২ মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক বজলুর রহমানকে (৩০) আটক করেছে পুলিশ। 

গতকাল শনিবার সন্ধায় সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া গ্রামের রওদাতুল আতফাল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। 

এদিন রাতেই বিক্ষুব্ধ লোকজন প্রায় আড়াই ঘণ্টা মাদ্রাসাটি ঘেরাও করে রাখেন এবং বিক্ষোভ মিছিল করেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গতকাল রাত ১০টার দিকে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যান।

আটক শিক্ষক বজলুর রহমান সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর ইউনিয়নের বজ্রাগ্রাম এলাকার মোহাম্মদ আলীর ছেলে ও রওদাতুল আতফাল মাদ্রাসার সহকারী শিক্ষক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার সাতপোয়া গ্রামে অবস্থিত রওদাতুল আতফাল মাদ্রাসায় শিক্ষক বজলুর রহমানের বিরুদ্ধে ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে ওই এলাকার মানুষ অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

নির্যাতিত এক ছাত্রের মা বলেন, ‘তার ১০ বছরের বাচ্চাকে দুই মাস ধরে ধর্ষণ করে আসছিলেন। কিন্তু আজ সে বিষয়টি প্রকাশ করেছে। ছেলেকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।’

অন্য এক ভুক্তভোগীর মা অভিযোগ করে বলেন, ‘তার ৯ বছরের ছেলেকে মাদ্রাসার একজন শিক্ষক ৪ মাস ধরে ধর্ষণ করে আসছেন।’ 

ওই শিক্ষকের বিচার দাবিও জানান তিনি।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বলেন, ‘খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়েছে। শিক্ষক ও ছাত্রদের পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’