রূপনগরে ১০ লাখ টাকা চাঁদার দাবিতে কিশোর গ্যাংয়ের হামলা
রাজধানীর রূপনগরে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ঠিকাদারের ওপর হামলা চালিয়ে প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা। গতকাল শুক্রবার দুপুরে এই হামলার ঘটনায় আহত ঠিকাদার মো. নিমাজ উদ্দিন স্থানীয় ২ নেতাসহ ১০ জনের নাম উল্লেখ ছাড়াও অচেনা আরও ১০ জনের বিরুদ্ধে রূপনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। কিন্তু হামলার এক দিন পেরিয়ে গেলেও অভিযুক্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
ঠিকাদার নিমাজ উদ্দিন লিখিত অভিযোগে উল্লেখ করেন, তিনি রূপনগরের দুয়ারীপাড়া, আনবিক শক্তি এলাকায় সপরিবারে থাকেন। দুয়ারীপাড়া খ ব্লক ১ নম্বর সড়কের পাশে তার একটি ভবন নির্মাণের প্রকল্পের কাজ চলছিলো। গত শুক্রবার ওই প্রকল্পে তার হেলপার ও মিস্ত্রি বাউন্ডারি ওয়ালের ইট গাঁথুনির কাজ করছিলেন। এ সময় রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পরিচয় দিয়ে মো শফিক ও ইউসুফ, আলাউদ্দিন, সোহেল, দাদা লোকমান, ইয়াসিন, মহিজল, ইউসুফ-২, মহিন, আলাউদ্দিন-২সহ অচেনা আরও ৮ থেকে ১০ জন নিজাম উদ্দিনের মিস্ত্রিদের মারধর করে ও দেয়াল ভেঙ্গে ফেলে। শুধু তাই নয়, দুয়ারীপাড়ার স্মরণিকা এলাকায় নিজাম উদ্দিন অন্য একটি সাইডে কাজ করার সময় সেখানে গিয়েও হামলাকারীরা তাকে বেধড়ক পেটায়। হামলাকারীরা নিজামকে জানায়, ‘বড় ভাই রূপনগর থানা বিএনপির সদস্য এম আশরাফুল ইসলাম বলেছে, কাজ করাতে হলে ১০ লাখ টাকা (চাঁদা) দিয়ে কাজ করতে হবে। এলাকায় কোনো বাড়ির কাজ ধরলে ভাইয়ের কাছ থেকে অনুমতি নিতে হবে এবং তাকে কাজগপত্র দেখিয়ে বাড়ীর কাজ ধরতে হবে। ভাই আগামীতে রূপনগর থানা সভাপতি প্রার্থী- তাই তার টাকা দরকার। তা না হলে নিজাম উদ্দিনকে প্রাণ নাশের হুমকি দিয়ে তাকে এলাকা ছেড়ে চলে যেতে বলে হামলাকারীরা। পুরো হামলার চিত্র ধরা পড়ে আশপাশের সিসি ক্যামেরা ফুটেজে। সন্ত্রাসীরা যে কোনো সময় নিজাম ও তার পরিবারের বড় ধরণের কোন ক্ষতি করতে পারে; এই আশঙ্কায় পরিবার-পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় বসবাস করছেন বলেও অভিযোগে উল্লেখ করেন ওই ঠিকাদার।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
অভিযোগ ভিত্তিহীন দাবি করে আজ শনিবার রূপনগর থানা বিএনপির সদস্য (প্রস্তাবিত সভাপতি) এম আশরাফুল ইসলাম আমাদের সময়কে বলেন, 'থানায় ঠিকাদারের অভিযোগের বিষয়ে আমি অবগত হয়েছি। বিষয়টি আমি আমার নেতাকেও জানিয়েছি। তিনি বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন। আমি কোনো দখলবাজী-চাঁদাবাজির সাথে জড়িত নই। ভুক্তভোগী দাবীদার ওই ঠিকাদারকে আমি চিনি না, সেখানে হামলার ইন্ধন দেওয়ার প্রশ্নই উঠে না। রাজনৈতিক প্রতিহিংসাবশত একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে এ ধরণের অপপ্রচার চালাচ্ছে।'
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা রূপনগর থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম বলেন, অভিযোগের তদন্ত চলছে। তদন্তের পর এই বিষয়ে বিস্তারিত বলা যাবে।