ধর্মপাশায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
১৫ মার্চ ২০২৫, ১৬:৪০
শেয়ার :
ধর্মপাশায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোবারক হোসেন রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে।

অপরেশন ডেভিল হান্টের আওতায় আজ শুক্রবার রাতে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই গ্রামে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, অপরেশন ডেভিল হান্ট অভিযানের মাধ্যমে রুবেলকে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।