পারিবারিক কলহে যুবকের ফাঁস দিয়ে আত্মহত্যা

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
১৫ মার্চ ২০২৫, ১৬:০৬
শেয়ার :
পারিবারিক কলহে যুবকের ফাঁস দিয়ে আত্মহত্যা

গাইবান্ধার পলাশবাড়ীতে হৃদয় মিয়া (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার মহদীপুর ইউনিয়নের পার্বতীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হৃদয় ওই গ্রামের আনারুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হৃদয় মিয়া প্রায় অর্ধমাস আগে তার বন্ধুর স্ত্রী লামিয়া বেগমকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন। স্বামীর বাড়ি আসার পর লামিয়া জানতে পারেন তার স্বামীর আরও একটি বউ আছে। এরপর থেকেই লামিয়া বাবার বাড়িতে ফিরে যেতে চান। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতে থাকে।

গতকাল শুক্রবার রাতে আবারও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ শুরু হয়। আজ শনিবার সকালে লামিয়ার চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে দেখতে পান, হৃদয়ের মরদেহ পড়ে আছে।

লামিয়া বলেন, ‘আমাদের সম্পর্ক করে বিয়ে হয়েছে। আমার আগের স্বামী-সন্তান আছে। গত রাতে বাগবিতণ্ডার একপর্যায়ে হৃদয় ফাঁস দেওয়ার চেষ্টা করে। আমি তাকে বাঁচানোর চেষ্টা করেছিলাম। তবে রাতে আবার কখন গলায় ফাঁস দিয়েছে বুঝতে পারিনি।’

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার আলী ভূট্টো জানান, হৃদয়ের স্ত্রী ও পরিবারের লোকজন থানায় এসেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি বিবেচনায় ব্যবস্থা নেওয়া হবে।