জাতিসংঘ মহাসচিব ও ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠক শেষে যা বললেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
১৫ মার্চ ২০২৫, ১৬:০২
শেয়ার :
জাতিসংঘ মহাসচিব ও ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠক শেষে যা বললেন মির্জা ফখরুল

জাতিসংঘের মহ্সচিব ও জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে গোলটেবিল বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বৈঠকে সংস্কার সম্পর্কে জাতিসংঘের মহাসচিবকে অবহিত করা হয়েছে। আমরা জাতিসংঘের মহাসচিবকে বলে এসেছি, সংস্কারের বিষয়ে। আর সংস্কার তো অবশ্যই করতে হবে। সংস্কারের কথা তো আমরাই আগে বলেছি।’

আজ শনিবার দুপুর ১টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ ঢাকার অফিসের উদ্যোগে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে জাতীয় ঐক্যমত কমিশনের সদস্যরা এবং বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা বলেছি, নির্বাচনকেন্দ্রিক যে সংস্কারগুলো আছে, তা দ্রুত শেষ করতে হবে। নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলো (সংস্কার) শেষ হবে।’

এ বিষয়ে জাতিসংঘের মহাসচিব কোনো মন্তব্য করেছেন কিনা— এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তিনি (জাতিসংঘ মহাসচিব) কোনো কমেন্টস (মন্তব্য) করেননি।’

আপনারা জাতিসংঘের মহাসচিবকে নির্বাচন বিষয়ে কোনো টাইমফ্রেম দিয়েছেন কি না, জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘এখানে টাইমফ্রেমের কথা বলা কোনো প্রয়োজন নেই। নির্বাচন তো আমাদের আভ্যন্তরীণ বিষয়। টাইমফ্রেমের কথা কেন তাদেরকে বলব?’