সাভারে দুবাই প্রবাসীকে অপহরণের পর মুক্তিপণ দাবি

সাভার প্রতিনিধি
১৫ মার্চ ২০২৫, ১৪:১৩
শেয়ার :
সাভারে দুবাই প্রবাসীকে অপহরণের পর মুক্তিপণ দাবি

সাভারে মনসুর আলম নামের দুবাই প্রবাসীকে অপহরণের পর মুক্তিপণ আদায়কালে ১ নারীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার সকালে পৌর এলাকার নামা গেন্ডা থেকে অপহৃত প্রবাসীকে উদ্ধারের পাশাপাশি অপহরণে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মারফ হোসেন (৩৪), আরিফ হোসেন (২৮) ও লাভলী আক্তার (২৯)।

জানা যায়, প্রবাসী মনসুর আলম চট্টগ্রামের বাঁশখালী থানার ছেছুরিয়া গ্রামের নুরুস সাফার ছেলে।

অপহরণ এবং মুক্তিপণ আদায়কালে তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুয়েল মিঞা।

পুলিশ জানায়, একই কফিলের অধীনে কাজ করার সুবাদে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রবাসী মনসুর আলমের সঙ্গে পরিচয় হয় লাভলী আক্তারের। ৯ মাস আগে লাভলী তার কাছ থেকে ৬৫ হাজার টাকা ধার নিয়ে দেশে ফিরে আসেন।

এদিকে প্রবাসী মনসুর আলম গত ২৬ জানুয়ারি দেশে ফেরার পর লাভলী আক্তারের কাছে পাওনা টাকার জন্য যোগাযোগ করেন। গত বুধবার পাওনা টাকা গ্ৰহণ করতে ব্যাংক টাউনে গেলে জোরপূর্বক তাকে অপহরণ করে নেওয়া হয় নামা গেন্ডার একটি বাড়িতে। এ সময় তার পকেটে থাকা ৭২ হাজার টাকাও ছিনিয়ে নেন অপহরণকারীরা।

এ সময় তার ওপর চালানো হয় নির্মম নির্যাতন। মুক্তিপণ হিসেবে দাবি করা হয় নগদ সাড়ে তিন লাখ টাকা।

এ বিষয়ে ওই প্রবাসীর পরিবার থানায় অভিযোগ করলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহযোগিতায় আসামিদের অবস্থান সনাক্ত করে এবং অভিযান চালিয়ে অপহৃত প্রবাসীকে উদ্ধার এবং জড়িত চক্রের তিনজনকে গ্রেপ্তার করে।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা।