প্রকাশ্যে শাকিব-ইধিকার রোমান্স

বিনোদন প্রতিবেদক
১৫ মার্চ ২০২৫, ১২:২২
শেয়ার :
প্রকাশ্যে শাকিব-ইধিকার রোমান্স

শাকিব খানের বহুল আলোচিত সিনেমা ‘বরবাদ’। ইতিমধ্যেই প্রকাশ হয়েছে এর টিজার। এবার প্রকাশ হলো সিনেমাটির প্রথম গান। নাম ‘দ্বিধা’। রোমান্টিক ধাঁচের গানে শাকিব খান ও ইধিকা পালের রোমান্স ইতিমধ্যেই ভক্ত-দর্শকদের নজর কেড়েছে।

ইনামুল তাহসীনের কথায় প্রীতম হাসানের কণ্ঠ ও মিউজিকে গানটি গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রযোজনা প্রতিষ্ঠান ও গায়ক প্রীতমের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়।

সিনেমাটি নিয়ে ইতিমধ্যেই শাকিব খান বলেছেন, ‘এটি আমার সব সিনেমাকে ছাপিয়ে যাবে। একটা সময় বলেছিলাম, আমাদের দেশের সিনেমা আন্তর্জাতিকভাবে রিলিজ হবে হলিউড, বলিউডের সঙ্গে। এখন আমাদের সিনেমা বিশ্বের ৭টি মহাদেশে মুক্তি পায়। এর আগে “প্রিয়তমা”, “তুফান” দিয়ে ভালোবাসা পেয়েছি। আশা করছি, “বরবাদ” সবকিছুকে ছাড়িয়ে যাবে।’

সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় জানান, রোমান্স ও ভরপুর ভায়োলেন্সের সমন্বয়ে নির্মিত হয়েছে ‘বরবাদ’।

সিনেমাতে শাকিব-ইধিকার পাশাপাশি আরও অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত, মানব সচদেব, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম,ফজলুর রহমান বাবুসহ অনেকেই। একটি আইটেম গানে পারফর্ম করছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান। আসন্ন ঈদুল ফিতরে বাংলাদেশের পাশাপাশি বিশ্বব্যাপী ‘বরবাদ’ মুক্তি পাবে।