মাসব্যাপী ৫ টাকায় ইফতার আয়োজন

রাজবাড়ী প্রতিনিধি
১৪ মার্চ ২০২৫, ১৯:৩৬
শেয়ার :
মাসব্যাপী ৫ টাকায় ইফতার আয়োজন

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে রাজবাড়ীতে চলছে পাঁচ টাকায় ইফতার আয়োজন। কলা, খেঁজুর, পেঁয়ারা, আপেল, আঙ্গুরসহ নয় ধরনের ফলের একটি প্যাকেট সাথে সরবত সবই মিলছে মাত্র পাঁচ টাকায়। রমজানের পুরো মাস জুড়ে এমন আয়োজনের উদ্যোগ নিয়েছে একদল স্বপ্নবাজ তরুণ। তাদের এ মহতী কাজকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ।

নিজ এলাকার দুঃস্থ্য, অসহায়, পথচারী ও রিকশা চালকদের কথা চিন্তা করে তাদের সুবিধার্থে মাত্র পাঁচ টাকায় ইফতার বিক্রি করছে রাজবাড়ীর স্বপ্নবাজ একদল তরুণ। যারা সকলেই ছাত্র। নিজেদের অর্থে কলা, খেঁজুর, পেঁয়ারা, আপেল, আঙ্গুর, কমলা, তরমুজ আনারসসহ নয় ধরনের ফলের প্যাকেট ও বোতল ভর্তি সরবত নিয়ে শহরের বিভিন্ন এলাকায় দোকান সাজিয়ে বসছেন তারা। মুহূর্তেই নিম্ন আয়ের মানুষেরা কিনে নিয়ে যাচ্ছে ইফতার। এলাকাবাসী বলছেন রমজানের পবিত্রতা রক্ষায় মানুষের পাশে থাকার জন্যই এ আয়োজন।

শিক্ষার্থী ও আয়োজক মো. মাহিন শিকদার, মনিরুল হক, রাব্বি শেখ, নাহিদ বলেন, রমজান মাসে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষের কথা চিন্তা করেই এই আয়োজন। ফ্রি দিলে অনেকে নিতে লজ্জাবোধ করবেন তাই পাঁচ টাকা দাম নির্ধারণ করা হয়েছে। এতে একটু হলেও মানুষের কষ্ট লাঘব হবে।

এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ। বলছেন, শিক্ষার্থীরা যে কাজ করে দেখিয়েছে এটা ধন্যবাদ পাওয়ার যোগ্য। এ কাজের মধ্য দিয়ে ধনী গরিব ভেদাভেদ দূর হবে। বাড়বে ভ্রাতৃত্ববোধ।

পাঁচ টাকার ইফতারের মূল উদ্যোক্তা মনিরুল হক বলেন, রমজানে সব কিছুর দাম বাড়ে, কষ্ট বাড়ে নিম্ন আয়ের মানুষের। নিম্ন আয়ের মানুষ যাতে ভালো মানের খাবার দিয়ে ইফতার করতে পারে সেজন্য এই আয়োজন। এ আয়োজন চলবে রমজানের সারা মাস।

রাজবাড়ীর স্বপ্নবাজ এ তরুণদের মহতী উদ্যোগ ছড়িয়ে যাক, সারাদেশে-দুঃস্থ্য ও অসহায় মানুষের পাশে দাঁড়াক সমাজের বৃত্তবানরা, এমনটাই আশা স্থানীয়দের।

উল্লেখ্য, রাজবাড়ীর এই সকল শিক্ষার্থী ও স্বপ্নবাজ তরুণরা এর আগেও রাজবাড়ীর রেল স্টেশনের ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। বিভিন্ন সময়ে তাদের খাদ্যের যোগান দেওয়া ও অসহায় প্রতিবন্ধি ব্যবসায়ীকে দোকানের মালামাল কিনে দিয়ে বেশ ভূমিকা রাখছেন।