রোহিঙ্গাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘ সর্বাত্মক চেষ্টা করে যাবে
জাতিসংঘ রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে বলে জানিয়েছেন সংস্থার মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। আজ শুক্রবার বিকেলে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এসে করা এক সংবাদ সম্মেলনে তিনি এ আশ্বাস দেন।
ব্রিফিংয়ে রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তায় বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গাদের টেকসই এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবার্সনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠাতে হলে মিয়ানমারের রাখাইনেও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত হওয়া প্রয়োজন রয়েছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এর আগে রোহিঙ্গা শরণার্থী শিবিরে মতবিনিময়কালে রোহিঙ্গারা রাখাইনে গণহত্যার বিচার এবং স্বদেশে ফেরত যেতে জাতিসংঘের মহাসচিবের হস্তক্ষেপ কামনা করেছেন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
আজ দুপুরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস কক্সবাজার পৌঁছান। প্রধান উপদেষ্টা নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকূল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করেন। অপরদিকে, জাতিসংঘ মহাসচিব কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেই সরাসরি উখিয়া রোহিঙ্গা শরনার্থী শিবিরে চলে যান। সেখানে তিনি রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন।