রাজবাড়ীতে ইয়াবাসহ এক মাদককারবারী গ্রেপ্তার
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মো. মুন্না শেখ (২৩) নামে একজন মাদককারবারীকে গ্রেপ্তার করেছে। তিনি গোয়ালন্দ ঘাট থানার শামসু মাষ্টার পাড়ার মো. ওহাব শেখের ছেলে।
গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৮টার সময় গোয়ালন্দ ঘাট থানার দৌলতদিয়া টার্মিনালের মাঝে ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করে।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলাম বলেন, ‘রাজবাড়ী পুলিশ সুপার মোছা. শামীমা পারভীনের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (অপস এন্ড ক্রাইম) শরীফ আল রাজীবের তত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এসআই আতাউর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে। অভিযানে গোয়ালন্দ ঘাট থানার দৌলতদিয়া টার্মিনালের মাঝে ফাঁকা জায়গা থেকে মো. মুন্না শেখকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। আসামির বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আজ শুক্রবার সকালে তাকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।