শেরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ বন্ধু নিহত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
১৩ মার্চ ২০২৫, ১৪:০৩
শেয়ার :
শেরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ বন্ধু নিহত

বগুড়ার শেরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় পড়ে গেলে পেছনে থাকা ট্রাকের চাপায় ৩ জন নিহত হয়েছে। 

গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরুয়া এলাকার ফাল্গুনী হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন খানপুর ইউনিয়নের কয়েরখালী গ্রামের বাদশার ছেলে নাঈম (২১), সিদ্দিকের ছেলে সেলিম (২২) ও লিটনের ছেলে রিফাত রহমান (২১)।

কয়েরখালি বাজার এলাকার মোটরসাইকেল মেকার সাব্বির হোসেন ও স্থানীয়রা জানান, বিকেলে কয়েরখালি বাজার থেকে ৩ জন মোটরসাইকেল নিয়ে শেরপুরে ঘুরতে যায়। ইফতারের আগে তারা দ্রুত গতিতে মোটরসাইকেল নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। এ সময় শেরুয়া বটতালা ফাল্গুনী হোটেলের সামনে একটি প্রাইভেটকারকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই নাঈম নিহত হয়। পরে স্থানীয়রা সেলিম ও রিফাতকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ওই দুজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন এবং সেখানেই সেলিম ও রিফাতের মৃত্যু হয়।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুল হক জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।