বাড্ডায় ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
১৩ মার্চ ২০২৫, ১৩:৩৫
শেয়ার :
বাড্ডায় ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

রাজধানীর বাড্ডায় ছুরিকাঘাতে আহত যুবক মো. তানভীর (২২) মারা গেছেন। গতকাল বুধবার রাতে রাজধানীর বাড্ডা কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. তানভীর মুন্সিগঞ্জ জেলার মুন্সিরহাট উপজেলার সাহাদুল্লাহর ছেলে। সে কোক কোম্পানির ফ্রিজ দোকানে দোকানে সাপ্লাই করতেন। বর্তমানে তিনি বাড্ডা কবরস্থান এলাকায় বসবাস করতেন।

হাসপাতালে নিয়ে আসা আহতের বাবা সাহাদুল্লাহ বলেন, রাত সাড়ে নয়টার দিকে কাজ শেষে বাসায় ফিরে আবার বাসার বাহিরে বের হয়। এরপর বাড্ডা কবরস্থান এলাকায় স্থানীয় সিনিয়র গ্রুপের শাওন, সিয়াম বার্গার, মিন্টু, হাবিবসহ ৫-৭ জন যুবক তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। হামলাকারীরা তার কাছ থেকে মোবাইল ফোন ও ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে আহত অবস্থায় সেখান থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাত ১১টার দিকে ঢামেক হাসপাতালে আনা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢামেক হাসপাতালে মারা যায়। 

তার বাবা আরও বলেন, সিনিয়র গ্রুপের ছেলেরা এলাকায় আড্ডা মারতো। তানভীর তাদের বলেছিল ‘আপনারা বড় ভাই, বড় ভাইয়ের মতো থাকবেন।’ সম্ভবত এই বিষয়টি নিয়ে তারা ক্ষিপ্ত হয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা। তবে অন্য কোনও কারণ আছে কিনা বিষয়টি পুলিশ খতিয়ে দেখবে। 

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।