নসিমনের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

শরীয়তপুর প্রতিনিধি
১২ মার্চ ২০২৫, ২১:০৮
শেয়ার :
নসিমনের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

শরীয়তপুর নড়িয়া উপজেলায় নসিমন ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী রতন কুমার ঘোষ নামের এক ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর ২টায় উপজেলার চাকধ নয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রতন কুমার ঘোষ সাতক্ষীরা জেলার তালা উপজেলার সরুলিয়া গ্রামের চিত্তরঞ্জন ঘোষের ছেলে। তিনি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে নড়িয়ায় কর্মরত ছিলেন।

কয়েকজন স্বজন ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, আজ বুধবার দুপুরে নিয়মিত কাজের অংশ হিসেবে উপজেলার গোলার থেকে নড়িয়া সদরের দিকে যাচ্ছিলেন রতন। চাকধ নয়াকান্দি এলাকায় একটি নসিমন পিছন থেকে মোটরসাইকেলটিকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার চাপে পড়ে। এ সময় নসিমন মোটরসইকেলটিকে ধাক্কা দিলে রতন গুরুতর আহত হন। পরে অটোরিকশা চালক সোহেল নিজে রতন কুমার ঘোষকে উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসলাম উদ্দিন বলেন, এমন একটি বিষয় শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।