ওষুধের কার্টন থেকে মৃত নবজাতক উদ্ধার

বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
১২ মার্চ ২০২৫, ১৬:৫০
শেয়ার :
ওষুধের কার্টন থেকে মৃত নবজাতক উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জে সড়কের পাশে পড়ে থাকা ওষুধের কার্টন থেকে পলিথিনে মোড়ানো এক মৃত নবজাতক উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার একলাশপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের নোয়াাখালী আঞ্চলিক পাসপোর্ট অফিস সংলগ্ন প্রধান সড়কের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য আজ বুধবার ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যার দিকে বেগমগঞ্জের গাবুয়ায় অবস্থিত নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসের দক্ষিণ পশ্চিমে রিয়াজুল জান্নাহ মাদ্রাসা সংলগ্ন প্রধান সড়কের পাশে একটি ওষুধের কার্টন পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। কৌতূহলী লোকজন কার্টন ফাঁক করে দেখেন, ভেতরে পলিথিনে মোড়ানো একটি মৃত মেয়ে নবজাতক। তাৎক্ষণিক তারা বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মৃত নবজাতক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, স্থানীয় লোকজনের খবরের ভিত্তিতে এক দিন বয়সী এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হবে। উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য আজ বুধবার ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।