হাবীবুল্লাহ্ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ হত্যা মামলায় দম্পতির স্বীকারোক্তিমূলক জবানবন্দি
রাজধানীর হাবীবুল্লাহ্ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া হত্যা মামলায় নিহতের কথিত ভাবি রুপা বেগম ওরফে জান্নাত ও ভাতিজা নাজিম হোসেন দোষ করে স্বীকার করে জবানবন্দী দিয়েছেন। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফা জেরিনের আদালত রুপার এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত নাজেমের জবানবন্দি রেকর্ড করেন।
এরপর তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে, গতকাল মঙ্গলবার ফরিদপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা, উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল হাসান তাদের আদালতে হাজির করে জবানবন্দী রেকর্ড করার আবেদন করেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
গত বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরার উত্তরখান থানা এলাকার পুরানপাড়ার একটি বাসার চতুর্থ তলার ফ্ল্যাট থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় হাবীবুল্লাহ্ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়াকে। দুর্বৃত্তরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে বাথরুমে আটকে রেখে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা বাথরুমের দরজা ভেঙে তাকে উদ্ধার করে উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এরপর নিহতের ভাই মোহাম্মদ লুৎফুর রহমান ভূঁইয়া অজ্ঞাতনামাদের আসামি করে গতকাল মামলা দায়ের করেন।