চিকিৎসকদের প্রতিনিধিদল স্বাস্থ্য মন্ত্রণালয়ে
পুলিশের বাধায় চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পুলিশ আটকে দেওয়ার পর তাদের ১৫ সদস্যদের প্রতিনিধিদল সচিবালয়ে গেছে। প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস নামে চিকিৎসকদের একটি সংগঠনের সাংগঠনিক সম্পাদক ডা. মো. হাবিবুর রহমান সোহাগ।
আজ বুধবার দুপুরে সংবাদমাধ্যমকে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের সভাপতি ডা. জাবির হোসেন বলেন, ‘চিকিৎসকদের বাকি ৪ দফা দাবি আদায়ে স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে আমরা পদযাত্রা শুরু করেছিলাম, কিন্তু সেটি হাইকোর্ট মোড় হয়ে শিক্ষাভবনের সামনে পুলিশের ব্যারিকেডে আটকে দেওয়া হয়। ’
ডা. জাবির হোসেন বলেন, ‘সেখানে সব চিকিৎসক-মেডিকেল শিক্ষার্থীরা অবস্থান করলেও আমাদের ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল স্বাস্থ্য মন্ত্রণালয় গেছে। সেখানে স্বাস্থ্য উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমানের সঙ্গে আলোচনা শেষে পরবর্তী পরিকল্পনা জানানো হবে।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
উল্লেখ্য, আজ বেলা ১১টায় মেডিকেল কলেজের শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনার জড়ো হন। তাদের সঙ্গে ইন্টার্ন ডাক্তার ও মেডিকেল কলেজের শিক্ষকরা যোগ দেন। শহীদ মিনার থেকে দুপুর ১টা ১৫ মিনিটে তারা পদযাত্রা শুরু করেন। দুপুর ১টা ৩৫ মিনিটে তাদের পদযাত্রা হাইকোর্ট মোড়ে আটকে দেয় পুলিশ।
আন্দোলনকারীরা যে পাঁচ দফা দাবি জানিয়েছেন এর মধ্যে এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবি লিখতে পারবে না বলে ইতোমধ্যে হাইকোর্ট রায় দিয়েছেন। বাকি চার দাবির সুরাহা চেয়ে তারা মন্ত্রণালয়ে যাচ্ছেন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?