চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই

ঢামেক প্রতিনিধি
১২ মার্চ ২০২৫, ০৯:১০
শেয়ার :
চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই

রাজধানীতে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই করার ঘটনা ঘটেছে। আহতে চালকের নাম মো. রাকিব (২০)।

গত সোমবার দিবাগত রাতে রাজধানীর নিউমার্কেটের গাউসিয়া মার্কেট এলাকায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। 

আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাতে ঢামেকে নিয়ে আসেন পথচারীর রুহুল আমিন খান রানা।

তিনি বলেন, ‘রাত ১০টার দিকে ছিনতাইকারীরা ছুরিকাঘাতে আহত করে রাস্তায় ফেলে রেখে তার অটোরিকশাটি নিয়ে যায়।’

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘আহত রিকশাচালকের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।’

উল্লেখ্য, রিকশা চালক রাকিবের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলায়। বর্তমানে তিনি কামরাঙ্গীরচর রনি মার্কেট এলাকায় থাকেন।