হাসিনার চরিত্র যাদের মধ্যে ফুটে উঠবে আমরা তাদের বিরুদ্ধে: শিবির সভাপতি

রাজশাহী ব্যুরো
১১ মার্চ ২০২৫, ২১:২৫
শেয়ার :
হাসিনার চরিত্র যাদের মধ্যে ফুটে উঠবে আমরা তাদের বিরুদ্ধে: শিবির সভাপতি

যার মধ্যে হাসিনার চরিত্র ফুটে উঠবে আমরা তাদের বিরুদ্ধে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী কলেজের রজনীকান্ত সেন মঞ্চে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আজ ছাত্রশিবিরের শহীদ দিবস উপলক্ষে রাজশাহী মহানগর ছাত্রশিবির এই আলোচনা সভা ও কুরআন বিতরণের আয়োজন করে। পরে ২৫০ জন ছাত্র-ছাত্রীর মাঝে কুরআন বিতরণ করা হয়।

জাহিদুল ইসলাম বলেন, ‘যার মধ্যে হাসিনার চরিত্র ফুটে উঠবে, যাদের মধ্যে ফ্যাসিজম তৈরি হয়ে উঠবে, আমরা তাদের বিরুদ্ধে। শহিদ সাব্বির, শহিদ আইয়ুব কী অপরাধ ছিল তাদের? তারা ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ত হয়েছিল। তারা সমাজের ছাত্রদের ভালো কাজের দিকে আহ্বান করে, এটাই তাদের অপরাধ। তাদের এই আহ্বানে সকল ছাত্ররা যখন সাড়া দিচ্ছে, তাদের অপকর্ম তো আর চলে না সমাজে-ক্যাম্পাসে। এটাই ছিল বাস্তবতা। ’

শেখ হাসিনার ফ্যাসিজম প্রসঙ্গে ছাত্রশিবির সভাপতি বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে যারা শহিদ হয়েছেন, কী ছিল তাদের অপরাধ? তারা বলেছিল কোটা ব্যবস্থা সংশোধন করতে হবে, তাদের যথেষ্ট লজিক ছিল। কিন্তু না, মানব না। দেশ আমার, আমার বাবার দেশ, আমার ভাইয়ের দেশ, আমার দেশ, যা ইচ্ছা তাই করব। দেশ তো কারও বাপের হয় না। এরপর আন্দোলনকারী ওপর নির্যাতন চালাল।’

তিনি আরও বলেন, ‘অতীত আর বর্তমান নিয়ে বসে থাকলে ভবিষ্যৎ আর গড়ে তুলতে পারব না। আমাদের নিয়ে হাসি তামাশা করেছে। অতীতেও করেছে, এখনও করে। ১৯৮২ সালে যারা আমাদের ভাইদের হত্যা করে মনে করেছিল ছাত্রশিবির নিঃশেষ হয়ে গেছে, ইসলামী আন্দোলন এখানে নিঃশেষ হয়ে যাবে, ইসলামের কথা বলার জন্য এখানে কোন মানুষ থাকবে না। শাহবাগ তৈরি করে তারা মনে করেছিল বাংলাদেশকে তারা গিলে খেয়ে ফেলেছে। তারা মনে করেছিল এই বাংলাদেশে ন্যায়ের পক্ষে, হকের পক্ষে কথা বলার জন্য আর কোনো মানুষ থাকবে না। কিন্তু মানুষ অবশিষ্ট ছিল যেটা ২০২৪ এই প্রজন্ম প্রমাণ করে দেখিয়েছে।’

অনুষ্ঠানে মহানগরী ছাত্রশিবিরের সভাপতি শামীম উদ্দিনের সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য ও ডেভেলপমেন্ট সম্পাদক নাহিদুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহ হোসাইন আহমেদ মেহেদী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগরী ছাত্রশিবিরের সেক্রেটারি ইমরান নাজির।