তিন রূপে ফিরলেন আফরান নিশো
অপেক্ষার পালা শেষ, ‘দাগি’ হয়ে পর্দায় ফিরলেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। প্রায় দুই বছর পর নতুন সিনেমায়, নতুন লুকে দর্শকদের সামনে হাজির হলেন তিনি। আসছে ঈদে মুক্তি পাচ্ছে নিশোর ’দাগি’। আর আজ মঙ্গলবার বিকেলে প্রকাশ হয়েছে সিনেমাটির টিজার।
১ মিনিট ৭ সেকেন্ডের টিজারে আফরান নিশোকে পাওয়া গেছে তিনটি ভিন্ন রূপে ও পরিস্থিতিতে। সিনেমার তার চরিত্রের নাম নিশান। প্রথমে তিনি হাজির হন বড় চুলে, মাঝখানে তাকে পাওয়া যায় ছোট চুল বা স্বাভাবিকভাবেই আর একদম শেষে তিনি হাজির হন কয়েদির পোশাকে। কয়েদি নম্বর- ৭৮৬। টিজারে অভিনেত্রী তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিমকেও দেখা গেছে।
এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকির প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। ‘দাগি’ তার পরিচালিত দ্বিতীয় সিনেমা।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
টিজার প্রকাশের প্রতিক্রিয়ায় নির্মাতা বলেন, ’দর্শকরা টিজারটি পছন্দ করছেন, এটা আনন্দের। তবে দর্শকদের বলতে চাই, এটা তো মাত্র প্রথম ঝলক; চমকের অনেক কিছুই একে একে আসতে থাকবে। যারা আমার কাজ সম্পর্কে জানেন কিংবা সিনেমাটি নিয়ে যে প্রত্যাশা রাখেন, আশা করছি তার সবই পাবেন “দাগি”তে।’
প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) শাহরিয়ার শাকিল বলেন, ‘টিজারে মাধ্যমে দর্শকরা প্রথমবারের মতো সিনেমাটির কিছু দৃশ্য দেখল এবং তাদের খুব ভালো প্রতিক্রিয়া পাচ্ছি। তবে দর্শকরা যখন প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে সিনেমাটিকে ভালো বলবে তখন আমাদের চেষ্টা সার্থক হবে।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
আফরান নিশোর কথায়, ‘ভবিষ্যতে কী হতে যাচ্ছে, টিজারটি তার ইঙ্গিত দিয়েছে মাত্র। এই সিনেমার প্রতিটি ফ্রেমে গভীর অর্থ রয়েছে। “দাগি” এমন এক গল্প যা ভাগ্য এবং পরিণতি নিয়ে দর্শকদের মধ্যে প্রশ্ন তুলবে।’
‘দাগি’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশারসহ অনেকে। সিনেমাটি মুক্তি আর প্রায়শ্চিত্তের গল্প- এ ধরনের গল্প দেশের দর্শক দেখেনি বলে দাবি করেছেন নির্মাতা।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’