ভুট্টা ক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার আজিমপুর এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে আবুল হোসেন (৪০) নামে একজন অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার ।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সংবাদ পেয়ে মরদেহটি উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় সিংগাইর থানা পুলিশ। নিহত আবুল হোসেন সিংগাইর পৌরসভার আজিমপুর এলাকার মৃত হাসেম ফকিরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সিংগাইর থানার উপ-পরিদর্শক (এস.আই) রেজাউল করিম বলেন, ‘সকালে স্থানীয়দের দেওয়া খবরের ওপর ভিত্তি করে পৌরসভার আজিমপুর এলাকার ভুট্টা ক্ষেত থেকে আবুল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি পেশায় একজন অটোরিকশা চালক ছিল বলে জানা যায়।’
তিনি বলেন, ‘লাশ দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে পরিকল্পিতভাবে আবুল হোসেনকে হত্যার পর মরদেহটি ভুট্টা ক্ষেতের মধ্যে ফেলে রেখে গেছে হত্যাকারীরা। এরই মধ্যে নিহতের মরদেহে পঁচন ধরে গেছে।’
বিষয়টি নিয়ে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে বলে জানান সিংগাইর থানা পুলিশ।
নিহতের ময়নাতদন্ত শেষে প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে মন্তব্য করেন এস.আই রেজাউল করিম। মামলার প্রক্রিয়া চলমান আছে।