নির্মাতাকে অপহরণ করলেন অভিনেতা!

বিনোদন প্রতিবেদক
১১ মার্চ ২০২৫, ১২:৩৯
শেয়ার :
নির্মাতাকে অপহরণ করলেন অভিনেতা!

অন্ধকার ঘরে বাঁধা অবস্থায় নির্মাতা শরাফ আহমেদ জীবন। আর পাশেই নির্মাতাকে আটকে রেখে বাদাম খাচ্ছেন অভিনেতা মোশাররফ করিম। গতকাল মঙ্গলবার দিনগত রাতে এমনই একটি ভিডিও ভাইরাল হয় অন্তর্জালে। ভিডিওতেই জানা যায়, সিনেমাটির প্রচারণার জন্য অনেকদিন ধরেই অভিনেতাকে বিরক্ত করছিলেন নির্মাতা। অভিনেতাকে খুঁজতে তিনি শুটিং স্পট, বাসা থেকে শুরু করে সর্বত্র ছুটে বেড়িয়েছেন। যার ফলে অভিনেতা মোশাররফ করিম একরকম আতঙ্কগ্রস্ত ছিলেন। পালিয়ে বেড়াতেন নির্মাতার এই চক্কর থেকে বাঁচার জন্য। কিন্তু শেষ রক্ষা আর হলো না।

এমন যন্ত্রণা সহ্য করতে না পেরে অজ্ঞাতস্থানে নির্মাতাকে তুলে আনেন। অপমান করেন অনেকভাবে। যেমন মোশাররফ করিম বলেন, ‘তুমি তো এখন বড়লোকের ভাব ধরছো। গ্রিন টি খাও।’ আবার বলেছেন, ‘এখন তো আবার অভিনয়ও শুরু করছো। যদিও অভিনয় তোমার হয় না। কিছু করার নাই, দর্শক গ্রহণ করছে।’

এরপর মোশাররফ করিম জানালেন কেন তিনি এমনটা করলেন। কারণ গত কয়েকমাস তাকে সিনেমাটির প্রচারণার জন্য প্রচণ্ড বিরক্ত করেছেন নির্মাতা জীবন। অভিনেতার ভাষ্য, ‘আমি শুটিং ডাবিং সব করে দিয়েছি। বাকিটা দেখবে ডিরেক্টর। তবুও কেন আমাকে এভাবে দিনের পর দিন বিরক্ত করা হলো। তারই শাস্তি হিসেবে তাকে তুলে এনে হাত-মুখ বাঁধা হলো।’

ভাইরাল হওয়া ভিডিওটি দেখে দর্শকরা ভেবেছিলেন- এটি সম্ভবত ঈদে মুক্তিপ্রতীক্ষিত ‘চক্কর’ সিনেমার টিজার বা ট্রেলার। ভিডিওর শেষাংশে জানা গেল, এটি সিনেমা প্রচারণার অংশ হলেও তৈরি হয়েছে নির্মাতা-অভিনেতার বাস্তব অভিজ্ঞতা থেকে।

ভিডিওর শেষে নির্মাতার হাত-পা বাঁধা অবস্থাতেই অভিনেতা মোশাররফ করিম ক্যামেরার সামনে দাঁড়িয়ে অংশ নিলেন সিনেমাটির প্রচারণায়। জানালেন, তাদের ‘চক্কর’ মুক্তি পাচ্ছে আসছে রোজার ঈদেই। জিম্মি নির্মাতা জীবনকে লক্ষ্য করে মোশাররফ করিম বলেন, ‘ছবি রিলিজ হবে। প্রমোশন হবে। কিন্তু তোমার রিলিজ নাই!’  

নির্মাতা জীবনের প্রথম সিনেমা ‘চক্কর ৩০২’ মুক্তি পাচ্ছে আসছে ঈদে। এটি ২০২১-২২ অর্থ বছরে ৬৫ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছিল। ‘চক্কর’র প্রধান চরিত্রে আছেন মোশাররফ করিম। তার বিপরীতে দেখা যাবে রিকিতা নন্দিনী শিমুকে।